দুবাইয়ের সাথুয়ায় বাংলাদেশি রেস্টুরেন্টের উদ্বোধন

বাংলা এক্সপ্রেস: সংযুক্ত আরব আমিরাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সফল হচ্ছেন বাংলাদেশিরা৷ চাকুরির পাশাপাশি একক ও যৌথ উদ্যোগে চালু করছেন নানা ব্যবসা৷ সেই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন দেশিয় স্বাদের রেস্টুরেন্ট৷

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুবাইয়ের সাথুয়া এলাকায় ফ্রেশ মার্কেটের পাশে বাংলাদেশি মালিকানাধীন আবরার এন্ড আয়জাল নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। সত্ত্বাধিকারী রেজাউল করিম স্থানীয় প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, রেস্টুরেন্টে তাজা খাদ্যের নিশ্চয়তা রয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ ও দেশিয় স্বাদের ব্যাপারে সচেতন থাকবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

উদ্বোধনকালে উপস্তিত ছিলেন, সানজনা আক্তার, ফারুক জাবেদ, মামুন সালেহ ও জায়েদ৷

এসময় ব্যবসায় সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়৷

Facebook Comments Box
Share: