দিনভর রোদের দেখা মিলেনি মৌলভীবাজারে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: একটি পাতা দুটি কুড়ি চায়ের দেশ মৌলভীবাজারের আকাশে নেই রোদের দেখা। দুপুর গড়িয়ে বিকেল হলেও ঠান্ডা কমেনি। কনকনে শীত বিরাজমান থাকায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।

গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও আজ মঙ্গলবার (৯জানুয়ারি) শ্রীমঙ্গস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে জেলার কোথাও আকাশে রোদের দেখা না মেলায় ঠান্ডা বিরাজমান রয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাঁদরে ডেকে ছিল আকাশ। বেলা বাড়ার সাথে কুয়াশা কাটলেও কমেনি শীত। মিলেনি রোদের দেখা।

সন্ধ্যয় মৃদৃ শীতল বাতাশে শীতের তীব্রতা বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এবং আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন অবস্থায় চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। তীব্র শীত নিবারণে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার দিকে তাকিয়ে আছে চা শ্রমিকসহ ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা।

Facebook Comments Box
Share: