তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে টানাপোড়েন চলছে। এতে জেলার তিনটি আসনেই বিএনপি’র মনোনীত প্রার্থীরা নির্বাচনে বিপদে পড়তে পারেন বলে আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা বিভিন্ন আসনে পুনঃর্বিবেচনার দাবি জানিয়ে সভা-সমাবেশ ও শোডাউন করছেন। মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনের ও প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্রের বরাতে জানা যায়, জেলার চারটি আসনে বিএনপি’র অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। চলতি মাসের ৩রা নভেম্বর মহাসচিব জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে তেমন প্রতিক্রিয়া না জানালেও ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি’র দুই জন সম্ভাব্য প্রার্থীর মাঝে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন। এ আসনের দুই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত নেতা ছয় ইউনিয়নভুক্ত জুড়ী উপজেলার অধিবাসী। মনোনয়নবঞ্চিত কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু ১০ ইউনিয়ন ও একটি পৌরসভাভুক্ত বড়লেখা এলাকার বাসিন্দা। বড়লেখা উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার ৬৬৮। অন্যদিকে, বিএনপি’র প্রার্থীর নিজ উপজেলা জুড়ীতে মোট ভোটার এক লাখ ২২ হাজার ২৭২। এ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বড়লেখার বাসিন্দা। ভোটারদের মধ্যে এলাকা প্রীতি দেখা দিলে নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপি’র নেতা ও আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শওকতুল ইসলাম শকু ও যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল ইসলাম। বিএনপি’র প্রার্থী হিসেবে শওকতুল ইসলাম শকুর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আমলে পুরোটা সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন আবেদ রাজা। তাঁর অনুসারীরা এ আসনে দলের মনোনয়ন পুনঃর্বিবেচনার দাবি জানিয়ে ৯ই নভেম্বর সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করেছেন। বিএনপি’র নেতাকর্মীর অসন্তোষের ফসল ঘরে তুলতে পারেন এ আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির প্রকৌশলী সাহেদ আলী।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার একাধিকবারের মেয়র জেলা বিএনপি’র নেতা মহসিন মিয়া মধু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান, জেলা বিএনপি’র সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী। তাদের মধ্যে থেকে মুজিবুর রহমানকে দলের প্রার্থী করা হয়েছে। এদিকে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন মহসিন মিয়া মধু। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু বলেন, ‘দলীয় মনোনয়ন পেলাম কিংবা না পেলাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছি, থাকব।’
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা মনোনয়নপ্রত্যাশী হলেও দলের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। এ আসনে বিএনপি’র নেতাদের কারোর বিদ্রোহী প্রার্থী হওয়ার শঙ্কা নেই বলে জানা গেছে। তবে মনোনিত হবার পর নাসের রহমান এ পর্যন্ত জেলা কমিটির নেতাদের নিয়ে কোনো মতবিনিময় সভা না করায় অনেকে নাখোশ,ফুলে ফেঁপে ওঠেন বলে জানা গেছে।
