তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানে বিএনপির শুভেচ্ছা মিছিল

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর পৌর বিএনপির আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে এই শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে সমবেত হয় । এসময় বান্দরবান জেলা বিএনপি এর যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন তুষার এর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, সদস্য চ নু মং, সদস্য এ্যাডভোকেট আলমগীরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় নেতাকর্মীরা বলেন,তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের মত নেতা আমাদের বিশেষ প্রয়োজন আর তার আগমনে বাংলাদেশ ধন্য হবে। এসময় বক্তারা আসন্ন নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে পরিবর্তন করে জেলা বিএনপি’র সদস্য সচিব মো.জাবেদ রেজাকে মনোনয়র দেয়ার জন্য তারেক রহমানের প্রতি জোর দাবী জানান।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *