আমিরাত প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিদেশে দলের প্রাথমিক সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপির নেতা-কর্মীরা অভূতপূর্ব প্রেরণা লাভ করেছেন।
নেতারা মনে করছেন, চেয়ারম্যানের এই সময়োপযোগী পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের মনে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। এটি আগামী নির্বাচনে দলের প্রবাসী কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে একটি যুগান্তকারী সূচনা করবে।
জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই প্রথমবার প্রবাসীদের জন্য অনলাইন পদ্ধতিতে সদস্যপদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য ফি জমা দেওয়ার ব্যবস্থা করা হলো। গত রবিবার ইউএই সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় ভার্চুয়াল মাধ্যমে প্রবাসীদের উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য প্রবাসে থাকা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র আবেগ জাগিয়ে তোলে। পৃথিবীর ৭৪টি দেশের সঙ্গে সংযোগ রেখে দেওয়া এই ভাষণে তিনি দলের বিস্তৃতি, শক্তি বৃদ্ধি, সম্মিলিত প্ল্যাটফর্ম গঠন এবং আসন্ন নির্বাচনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। এতে কর্মীরা আরও বেশি অনুপ্রাণিত হন।
কর্মীরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রথম সরাসরি ভার্চুয়ালি প্রবাসী কর্মীদের সঙ্গে কথা বলেছেন। চেয়ারম্যানের গঠনমূলক দিকনির্দেশনা সত্যিই তাদের আশার আলো দেখিয়েছে। তার দেওয়া সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি দলের জন্য সুদূরপ্রসারী ইতিবাচক ফল আনবে বলে তারা বিশ্বাস করেন। এছাড়া, তার নির্দেশনা মেনে দলের অভ্যন্তরীণ বিভেদ দূর করতে পারলে বিএনপি উপমহাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হবে।
এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ভার্চুয়াল ভাষণকে ঘিরে প্রবাসী কর্মীদের মধ্যে এক ধরণের উৎসাহ ও প্রতিযোগিতা তৈরি হয়েছিল—কে সবার আগে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তা নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যায়। দুবাইস্থ সেভেন সি’স হোটেলে বড় এলইডি স্ক্রিনে ইউএই বিএনপি’র নেতা-কর্মীরা তারেক রহমানের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
তবে, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ঘোষণা দিলেও এখনো পর্যন্ত বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রবাসী কর্মীরা হতাশা প্রকাশ করেছেন।
আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম এনামের সভাপতিত্বে এবং প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সাহেদ আহমেদ রাসেল, প্রকৌশলী করিমুল হক, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, শামসুন্নাহার স্বপ্না, শাহাদাত হোসেন সুমন, নূর হোসেন সুমন, মজিবুল হক মঞ্জু, নীল রতন দাস, এস এম মোদাসসের শাহ প্রমুখ।
