April 20, 2024, 9:02 am
সর্বশেষ:
বাংলাদেশ-ইউএই কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সম্পর্ক আরও বৈচিত্র্যময় করার আহ্বান গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়িকে আটক মিয়ানমার থেকে আরও ১৩ বিজিবি সদস্য বাংলাদেশে বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে মোরেলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদযাপন শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত আমিরাতে কানাইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ঈদ পুর্নমিলনী চরভদ্রাসনে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় তার বাবাকে গ্রেফতার

তামিম ইকবাল বললেন এই পরাজয় হতাশার

  • Last update: Sunday, August 7, 2022

ওয়ানডে ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশকে যেন টেনে মাটিতে নামালো জিম্বাবুয়ে। সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে দলটি।

খেলাশেষে টাইগার অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে হতাশাই ফুটে ওঠে। তিনি বলেন, এই পরাজয় আমাদের জন্য হতাশাজনক। প্রথম ওয়ানডেতে আমাদের আরও ২০ রান বেশি তোলা উচিত ছিল। আজও আমরা কিছু রান বেশি পেতে পারতাম। মাহমুদউল্লাহ ও আফিফ বেশ ভালো ব্যাট করছিল।

জয়ের জন্য জিম্বাবুয়েকে সর্বোচ্চ কৃতিত্ব দিয়ে তিনি বলেন, এই ম্যাচে জিম্বাবুয়ে তাদের সবটুকু দিয়ে খেলেছে। তারা দুর্দান্ত খেলেছে।

এর আগে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে। ৪৯ রানে ৪ উইকেট খুইয়ে যখন ধুঁকছিল জিম্বাবুয়ে সেখান থেকেই টেনে তুলেন সিকান্দার রাজা ও রেজিস চাকাভা। তাদের জুটির ভিত্তিকেই শক্তিতে পরিণত করে ১৫ বল হাতে রেখেই হেসে খেলে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

সিকান্দার রাজা ও রেজিস চাকাভার জুটিতে ঘুরে যায় খেলার মোড়। শেষ পর্যন্ত ১২৭ বলে ১১৭ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। আর টনি মুনিয়োঙ্গার ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে।

২৯১ রান বাঁচানোর জন্য শুরু যেমন দরকার ছিল ঠিক তেমনটি আসে হাসান মাহমুদের হাত ধরে। এই পেসারের জোড়া উইকেট শিকারের সাথে মেহেদী মিরাজ ও তাইজুল ইসলামও যোগ দিলে ম্যাচের লাগাম চলে আসে টাইগারদের হাতে। ৪৯ রানে ৪ উইকেটের পতনের সময় ওভার ছিল ১৫। দ্রুত ম্যাচ মুঠোয় পুরে ফেলার সময়কে কাজে লাগাতে ব্যর্থ হয় তামিম বাহিনী। জিম্বাবুয়ে সিরিজের প্রায় পুরোটা জুড়েই যে সিকান্দার রাজার কাছে মার খেয়ে আসছে বাংলাদেশের বোলিং ইউনিট, সেই ইনফর্ম ব্যাটারকেই রানআউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন মেহেদী মিরাজ। আর এরপর থেকেই যেন আরও হাত খুলে খেলতে থাকেন দুই ব্যাটার।

এর আগে, ব্যাটিং ইউনিটের সবারই ছোট-বড় অবদানে স্বাগতিকদের বিরুদ্ধে লড়ার জন্য ২৯০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে টাইগাররা; যাতে ছিল মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের অর্ধশতক। মাহমুদউল্লাহ অপরাজিত ৮০, তামিম ইকবাল ৫০, আফিফ ৪১ ও নাজমুল শান্ত করেছেন ৩৮ রান।

ব্যাটে বলে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যান অফ দ্য মাচের পুরস্কার জিতেন সিকান্দার রাজা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC