এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং মানসিক নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের পর দ্রুত শাস্তির দাবি উঠেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে করিডোরে অবস্থান নেন। পরে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান তোলেন। বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের একটি দল বিভাগীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ জমা দেন। যা নিয়ে উপাচার্যের কাছে যাচ্ছেন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা।
এর আগে শনিবার ওই নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অধ্যাপক নাদির জুনাইদের বিচারের দাবিতে অভিযোগপত্র দায়ের করেন। গেল ৭ ফেব্রুয়ারি ইচ্ছাকৃতভাবে ফলাফলে ধস নামিয়ে দেয়াসহ নানা অভিযোগে এই শিক্ষকের বিরুদ্ধে ভিন্ন অভিযোগপত্র দেন শিক্ষার্থীরা।