ডিবি’র জালে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া জুনেদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মনুমুখ ইউনিয়ন সংলগ্ন জাঙ্গালের পুলের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার পরনে থাকা লুঙ্গির ভাঁজ থেকে বায়ুনিরোধক ব্যাগে ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *