ডলার দুর্বল হওয়ায় আবারও বাড়ল স্বর্ণের দাম

ডলারের মান কমে যাওয়া ও যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য শাটডাউনের প্রভাবসহ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ চাহিদা বেড়েছে। এর ফলে মার্কিন বাজারে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫ দশমিক ২১ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্স।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, সাম্প্রতিক বাজার ওঠানামা ইঙ্গিত দিচ্ছে যে স্বর্ণ ও রূপার দাম সম্ভবত নিম্নমুখী পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর কোম্পানিগুলোর শেয়ারমূল্য কতদিন স্থায়ী হবে—এই অনিশ্চয়তা প্রযুক্তিখাতভিত্তিক শেয়ারবাজারকে সাত মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের দিকে ঠেলে দিচ্ছে।

মার্কিন সরকারের শাটডাউন সংকটের কারণে সরকারি চাকরির তথ্য প্রকাশ বিলম্বিত হচ্ছে। ব্যবসায়ীরা তাই সুদের হার কমানোর সম্ভাবনা বুঝতে বেসরকারি খাতের তথ্য বিশ্লেষণে ঝুঁকছেন। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (০.২৫ শতাংশ) কমানোর সম্ভাবনা বর্তমানে ৬৬ শতাংশ।

কমার্জব্যাংক জানিয়েছে, বাণিজ্য নীতির উত্তেজনা কিছুটা নরম হলেও মৌলিক সংকট কাটেনি; তাই স্বর্ণের নিরাপদ বিনিয়োগ চাহিদা অব্যাহত থাকতে পারে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও উল্লম্নখ দেখা গেছে। স্পট সিলভার ০.৯ শতাংশ বেড়ে ৪৮ দশমিক ৪১ ডলার, প্ল্যাটিনাম ০.১ শতাংশ বেড়ে ১,৫৪৩ ডলার এবং প্যালাডিয়াম ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৩৯৫ দশমিক ৪৯ ডলারে লেনদেন হচ্ছে।


Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *