মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এক আমেরিকা প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রবাসীর বাড়ীর কেয়ারটেকার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, জুড়ী উপজেলার ২নং পুর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে আমির আলী আমেরিকায় বসবাস করেন। তাঁর অনুপস্থিতিতে একই গ্রামের বাসিন্দা মৃত রফিক মিয়ার ছেলে তারেক (২৪) কেয়ারটেকার হিসাবে বাড়ী ও জায়গাজমি দেখাশুনা করেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, আমেরিকা প্রবাসী আমির আলীর বোন সোয়ারুন বেগম জানান, আমাদের বাবার মৃত্যুর পর জায়গা জমি বাগবাটোরা হয়নাই। আমার ভাই আমির আলী আমেরিকায় বসবাস করেন। এ সুযোগে মৃত ফাতির আলীর ছেলে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে ময়েজ মিয়াসহ কয়েকজনের একটি দল জোর পুর্বক তাদের ফিসারির কয়েকটি গাছ কেটে ট্রাক যোগে টিলার লাল মাটি এনে রাস্তা নির্মানের চেষ্টায় লিপ্ত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন, মতিন মিয়া, মুহিব আলীসহ অনেকে বলেন, আমির আলী আমেরিকায় অবস্থান করায় তাদের সম্পত্তির উপর কু-দৃষ্টি পড়ে রফিক মেম্বার গংদের। তারা কয়েকবার আমির আলীর সম্পত্তি দখলের চেষ্টা কবেন। অভিযোগ সম্পর্কে রফিকুল ইসলাম রেনুর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি ঘটনার সাথে কোনক্রমেই জড়িত নয়।
জুড়ী থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারি কর্মকর্তা জুড়ী থানার এএসআই গৌতম চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তদন্ত করেছি। ওই জায়গায় কোন রকম কার্যক্রম না করার জন্য বিবাদীদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ অমান্য করে কোন প্রকার অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।