আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আগামী ৪ মে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কে সামনে রেখে ব্যাপকভাবে গণসংযোগ অব্যাহত রেখেছেন জীবননগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।
প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন তিনি। পাচ্ছেন মানুষের ভালোবাসা।
গতকাল সোমবার বিকাল থেকে উপজেলার উথলী রেলস্টেশন বাজার এলাকায় ব্যাবসায়ী ও সাধারণ মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি।
গণসংযোগ কালে হাফিজুর রহমান বলেন,আমি ভাইস চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।জীবননগর উপজেলার মানুষের সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। শুধু নির্বাচনের সামনেই না আমি সবসময় মানুষের পাশে মানুষের সাথে থাকার চেষ্টা করেছি।এই উপজেলার মানুষ বিপদেআপদে সবসময় আমাকে পাশে পেয়েছে।এলাকার মসজিদ মাদ্রাসা, কবরস্থান,রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট,শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে সহযোগিতা করে আসছি। উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলায় অনেক উন্নয়ন করা হয়েছে।সেগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন।
তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর এর সহযোগিতায় এই জীবননগর কে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।