হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন।
আজ রোববার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে সকাল ১০টার দিকে শুনানি শেষে তাকে জামিন দেন আদালত।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তাগঞ্জ এলাকার একটি বাসা বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেয়। তারা রাতেই মাহদী হাসানের জামিনের দাবি জানায়।
এর আগে, গতকাল শুক্রবার ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই অভ্যুত্থানের সক্রিয় সদস্য নয়ন নামে এক নেতাকে ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে গেলে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহদী। বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করে।
