জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো অনুষ্ঠান হলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি বা রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানের সময় শব্দের মাত্রা সহনীয় রাখতে এবং সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *