“জনগণ মোটেও আতঙ্কিত নয়, সবকিছু খুবই স্বাভাবিক” -ডিএমপি কমিশনার

রাজধানীতে সম্প্রতি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন এলাকায় বিস্ফোরণে সাধারণ মানুষ আতঙ্কিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“জনগণ মোটেও আতঙ্কিত না। দেখুন, সবকিছু খুবই স্বাভাবিক। দয়া করে আতঙ্ক ছড়াবেন না।”
দুর্বৃত্তদের উদ্দেশে কমিশনার সতর্ক করে বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করা হলে তার পরিণতি সবার জন্যই ক্ষতিকর হবে। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “৫ আগস্টের পর ৮০ বছরের বৃদ্ধকেও লাঠি নিয়ে মহল্লা পাহারা দিতে হয়েছে। পুলিশের মনোবল ভেঙে গেলে আবার সেই অবস্থায় ফিরতে হবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই আইন প্রয়োগ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ঘটনার উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে সম্মানজনক আচরণের আহ্বান জানান।

“আমরা রাস্তায় সংঘাতে যেতে চাই না। আমরা সেবা দিতে এসেছি”—যোগ করেন কমিশনার।
নতুন উদ্বোধন হওয়া সাইবার সাপোর্ট সেন্টার সম্পর্কে তিনি বলেন, এখানে অত্যাধুনিক প্রযুক্তি, ডিজিটাল ফরেনসিক সুবিধা, দক্ষ তদন্তকারী দল ও ২৪ ঘণ্টা সহায়তা সেবা থাকবে। অনলাইনে সরাসরি অভিযোগ করা যাবে, বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীদের সাইবার নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *