ছাত্রলীগে শতভাগ ভালো মানুষ দাবি করা যায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। সেখানে শতভাগ ভালো মানুষ এমন দাবি করা যায় না। এমন কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। তিনি বলেন, ছাত্রলীগের কেউ কেউ খারাপ কাজ করে। আওয়ামী লীগ তাদের খারাপ কাজকে প্রশ্রয় দেয় না।

কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বজিৎসহ সব ঘটনার বিচার হয়েছে।

Facebook Comments Box
Share: