আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হাফিজা খাতুন (৩৫) নামের এক আয়াকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৭শে জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নার্সিং হোমের ২য় তলায় এ ঘটনা ঘটে। নিহত নার্স হাফিজা খাতুন উপজেলার বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী।
জানা যায়, শনিবার রাতে কে বা কারা নার্সিং হোমের ভেতরেই হাফিজা খাতুনকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জীবননগর থানাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে তাঁরা হত্যার প্রকৃত রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছেন।
হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শনিবার সকালে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হাফিজা খাতুনের সাথে তাঁর স্বামী কবির হোসেনের বাকবিতন্ডা হয় বলে জানা গেছে।