চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তের (বিএসএফের) এর গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় শহিদুল ইসলাম গুলি বৃদ্ধ হয়ে নিহত হয়।

অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে।

সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন জানান,আমি ঘটনাটি শুনেছি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান,আজ বিকালে সীমান্তে ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গিয়েছে বলেও জানতে পেরেছি।

Facebook Comments Box
Share: