চুয়াডাঙ্গায় ৭৫০ টাকার শার্ট ২৮৫০ টাকায় বিক্রি, ৮৮ হাজার টাকা জরিমানা

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: অতিরিক্ত দামে পোশাক বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় তিন পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের নিউমার্কেট ও প্রিন্স প্লাজায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই ভাই ফুসকা হাউজকে করা হয়েছে ৩ হাজার টাকা জরিমানা। সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা নিউমার্কেটের মেসার্স হৃদয় ফ্যাশন নামক প্রতিষ্ঠান তদারকিকালে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয় ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা এবং মেসার্স আজিজ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রয়ের অপরাধে একই আইনের ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রিন্স প্লাজা নামক অপর একটি মার্কেটের মেসার্স স্টাইল ওয়ান নামক প্রতিষ্ঠানে তদারকিতে ৭৫০ টাকা মূল্যের একটি শার্টে ২ হাজার ৮৫০ টাকা মূল্য ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে ক্রয় করা শার্টে ২ হাজার ১০০ টাকা লাভ রাখা হয়েছে।

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার একেএম আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া কবরী রোডের মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সজল আহম্মেদ।

Facebook Comments Box
Share: