চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ওজেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যলয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা জয়। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমানের এতে সভাপতিত্ব।

মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, স্থলবন্দর, জনগনের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবনননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক শেখ আব্দুল আজিজ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দার, সাংবাদিক এমআর বাবু, মোহাম্মদ আব্দুল্লাহ, নয়ন আহমেদ,মিঠুন মাহমুদ,সালাউদ্দিন কাজল, আহাম্মদ সগীর, জাহিদুল ইসলাম কাজল, আল আমীন, ওমর ফারুক, মুতাসিন বিল্লাহ, রকি, এম আই আতিয়ার, তারেক, রমজান আলী, অনিক, সজীব প্রমুখ। সভা পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব জামাতের সভাপতি মাজেদুর রহমান লিটন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *