চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা এড.আবুল হাশিম শিক্ষা বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উথলী মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে ১৩২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় ও অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ।

অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আব্দুল মান্নান পিল্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, পিটিএ কমিটির সভাপতি মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ,অবসরপ্রাপ্ত শিক্ষক আকরাম হোসেন সন্টু সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন।

Facebook Comments Box
Share: