![InShot_20240205_154509399](https://banglaexpressonline.com/wp-content/uploads/2024/02/InShot_20240205_154509399.jpg)
আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধ : চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বাজারে হোটেল, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় চ্যাংখালি রোডে মেসার্স মুক্তার স্টোর নামক প্রতিষ্ঠানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং মেসার্স ওহিদুল স্টোর এর মালিক মাহফুজুর রহমানকে ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের চিপস ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মেসার্স সিরাজ হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি গ্রিল ও কাচা মাছ-মাংসের সাথে অন্যান্য রেডি খাবার সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও তৈরিকৃত খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী দুলাল ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয। চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।