চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও পশু-পাখি প্রদর্শনী

আহম্মাদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, প্রাণিসম্পদ মেলার স্টল পরিদর্শন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খামারিরা অংশ নেন এবং বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জুয়েল শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন। অনুষ্ঠান সঞ্চালানা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, দেশীয় জাতের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আরো উন্নতি সম্ভব। খামারিদের সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে।

পরে অংশগ্রহণকারী খামারি ও প্রদর্শনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং লিভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় আয়োজন করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *