এনামুল হক রাশেদী, চট্টগ্রাম বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নবনির্মিত পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ চীন থেকে তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করেছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী এই জাহাজটি তিন মাসের জন্য হংকংভিত্তিক একটি কোম্পানির কাছে প্রতিদিন ২০ হাজার মার্কিন ডলার ভাড়ায় লিজ দেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতিদিন প্রায় সাড়ে ২৪ লাখ টাকা। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সোমবার সকালে ‘বাংলার প্রগতি’ চীনের ঝিংঝিয়ান ইন্টারন্যাশনাল বার্থ থেকে যাত্রা শুরু করে। প্রথমে জাহাজটি ঝুশান বন্দরে পৌঁছাবে এবং পরবর্তী গন্তব্য নির্ধারণ করবে ভাড়া নেওয়া প্রতিষ্ঠানটি। “আমরা সোমবার থেকেই ভাড়া পাচ্ছি,” বলেন তিনি। ১৯৯ মিটার লম্বা ও ৩৩ মিটার প্রস্থের আধুনিক এই জাহাজটির পণ্য বহনক্ষমতা ৬৩ হাজার ৭৭৭ মেট্রিক টন। এর পানির নিচের গভীরতা (ড্রাফট) ১৮ মিটার। জাহাজটিতে মাস্টারসহ ২৫ জন ক্রু সদস্য রয়েছেন। জাহাজের মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আশরাফ। বিএসসি সূত্র জানায়, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে করপোরেশনের নিজস্ব অর্থায়নে দুটি নতুন জাহাজ কেনা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি কোম্পানির কাছ থেকে মোট ৯৩৬ কোটি টাকায় কেনা হয় ‘এমভি বাংলার প্রগতি’ ও ‘এমভি বাংলার নবযাত্রা’। দুটি জাহাজই চীনে নির্মিত। এর মধ্যে ‘বাংলার প্রগতি’ গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিএসসির কাছে হস্তান্তর করা হয় এবং মাত্র চার দিন পরই এটি প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে। অপর জাহাজ ‘বাংলার নবযাত্রা’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিএসসির হাতে আসবে বলে আশা করা হচ্ছে।
এমডি মাহমুদুল মালেক বলেন, “বাংলার নবযাত্রা ডিসেম্বরের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহের মধ্যে হস্তান্তর হবে। এরপরই সেটিও বাণিজ্যিক যাত্রা শুরু করবে।” নতুন দুটি জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়াবে সাতে। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই জাহাজগুলো কমপক্ষে ২০ বছর টানা সেবা দিতে সক্ষম হবে বলে আশা করছে বিএসসি।
