চিকিৎসক হামলা: ২৫ দিনেও নেই গ্রেপ্তারের দেখা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২৫ দিন পার হলেও কোনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মীর শিশুপুত্র নিহত হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালায় একদল লোক। গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এতে জরুরী বিভাগে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেনসহ চারজন হামলার শিকার হন। অথচ হামলার ২৫ দিন পার হলেও অভিযুক্তরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

হামলার ঘটনায় ২৯ অক্টোবর দুপুরে ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আব্দুল্লাহ আল মামুন সরদার (৩৫), মোঃ শহিদুল ইসলাম টিটু (৩৮), আবুল হোসেন (২৩), মোঃ বাইজিদ গাজী (২২), সাগর (২৩) ও নাহিদসহ (২২) ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

ভুক্তভোগী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন বলেন, মামলার পর থেকে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এখন পর্যন্ত কোনো হামলাকারী গ্রেপ্তার হয়নি। এতে অনেকটাই আশঙ্কায় রয়েছে হামলার শিকার চিকিৎসারা।পুলিশের কাছে একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনজির হোসেন জানান, আমরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমি গত চারদিন নির্বাচনের ট্রেনিং এ ছিলাম। আগামীকাল থানায় ফিরবো। আসামির গা ঢাকা দেওয়ায় তাদের ধরতে একটু সময় লাগছে। এ ব্যাপারে পুলিশের কোনো গাফিলতি নেই। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *