March 29, 2024, 4:03 am

চার দেশের সঙ্গে বিমান চালাল স্থগিত করলো সৌদি আরব

  • Last update: Saturday, July 3, 2021

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতসহ চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব।

আগামী রোববার থেকে সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ রাখবে দেশটি।

আরব নিউজ জানিয়েছে, সৌদি নাগরিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি বা বক্রপথে এই চারটি দেশ ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু যেসব সৌদি নাগরিক ওইসব দেশে রয়েছেন এবং যারা স্থানীয় সময় রোববার বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি বা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সম্প্রতি ওই চারটি দেশে করোনা সংক্রমণ ও ভাইরাসটির নতুন ধরনের ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC