ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) এলাকায় সিরাজ বেপারীর বাড়িতে গত ৫ মে রাতে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়ার দিন পরিবারের সবাই মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করায় চোরেরা সুযোগ নেয়। তারা বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরের দিন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর থেকে পুলিশ ধারাবাহিকভাবে তদন্ত চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর চোকদার (৪৫), মৃত মনছুর চোকদারের ছেলে।
ওসি মো. রজিউল্লাহ খান বলেন, “মামলাটি (মামলা নং ০৫) দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে। এসআই ফরহাদের নেতৃত্বে অভিযানে জাহাঙ্গীর চোকদারকে গ্রেফতার করা হয়েছে। তবে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।”
গ্রেফতারকৃত আসামিকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
