বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গেছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই অভিনেতার।
সতীশ শাহের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতা জনি লিভার। তিনি জানান, ‘চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। সতীশ শুধু অসাধারণ অভিনেতাই নন, ছিলেন ভীষণ মানবিক একজন মানুষ।’ অভিনেতার প্রয়াণে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।
অভিনেতার বন্ধু ও চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু সতীশ শাহ আর নেই। কিডনি বিকল হয়ে তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্ডাস্ট্রির জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী সতীশ চার দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে উপহার দিয়েছেন অনেক স্মরণীয় চরিত্র। প্রথমে ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ (১৯৭৮) এবং ‘গমন’ (১৯৭৯)-এর মতো ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছিলেন।
১৯৮৩ সালে চলচ্চিত্র নির্মাতা কুন্দন শাহের কাল্ট ক্লাসিক ‘জানে ভি দো ইয়ারো’ ছবিতে শাহ নাসিরুদ্দিন শাহ, ওম পুরি এবং পঙ্কজ কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের সাথে দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনার ডি’মেলোর ভূমিকায় অভিনয় করার পর তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। ছবিটি ছিল একটি ব্যঙ্গাত্মক কমেডি।
এরপর একে একে তিনি উপহার দিয়েছেন ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’ ‘ফানাহ’ এবং ‘আকেলে হাম আকেলে তুম’- সহ বেশ কয়েকটি মূলধারার ব্লকবাস্টার ছবি।
কমেডি তো বটেই সব ধরনের চরিত্রে মানিয়ে গেছেন তিনি। টেলিভিশনে তার সবচেয়ে স্মরণীয় চরিত্র ‘সারাভাই বনাম সারাভাই’-এর ইন্দ্র বর্ধন সারাভাই। এ ছাড়া ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘ফিল্মি চক্কর’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে তার ভূমিকার জন্যও পরিচিত ছিলেন সতীশ।
২০১৪ সালে সাজিদ খান পরিচালিত ‘হামশকলস’ ছিল অভিনেতার শেষ সিনেমা। অভিনয়ের পাশাপাশি ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’-এর সহবিচারক হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডের প্রিয় এই মুখের প্রয়াণে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে।
ব্যক্তিজীবনে তিনি ডিজাইনার মধু শাহকে বিয়ে করেছিলেন। সতীশ শাহের মরদেহ আপাতত হাসপাতালেই রাখা হয়েছে। আগামীকাল রোববার (২৬ অক্টোবর) তার শেষকৃত্য সম্পন্ন হবে।
