ফরিদপুর জেলা প্রতিনিধি: চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন কে চরভদ্রাসন উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাব এর উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৭নভেম্বর) বিকেল ৩টার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সহকারী কশিশনার (ভুমি)
যায়েদ হোসাইনের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমানের সঞ্চালনায় অত্র বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ ওসি মো. রজিউল্লাহ খান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান,৪নং গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহ সকল অফিসার বৃন্দ।
উল্লেখ্য, মনিরা খাতুন চরভদ্রাসন উপজেলায় ৯ মাস কর্মরত ছিলেন।
এ সময় অফিসাররা তাদের সংক্ষিপ্ত বক্তব্য বলেন যে, তিনি একজন নির্লোভ ও নিরহংকারী লোক ছিলেন,বক্তারা তার উত্তরোত্তর উন্নতি কামনা করি।
সমাপনী বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তাছাড়াও, তিনি তার দায়িত্ব পালনে সর্বাদায় সহযোগিতা করায় উপজেলা পরিষদ এর সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
