চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে “চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” উদ্বোধন করা হয়েছে। সুলভ মূল্যে সহজ, নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত হাসপাতালের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহানা পারভীন বিথী।
চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ডা. পীযূষ বিশ্বাস, ডা. জালাল উদ্দিন, ডা. পীযূষ কুমার সাহা, ডা. সুশীত কুমার বিশ্বাস, ডা. শাহজাহান এবং চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আরএমও ডা. আরিফ হোসেন প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে জানানো হয়, ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
