চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “খাদ্য নিরাপত্তা জোরদার করুন (প্রথম ধাপে)” প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী হাতে কলমে শিক্ষা গ্রহণ করেছেন। প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ ফরহাদুল মিরাজ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।
এছাড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলকমল সন্ন্যাসীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, সরকারের লক্ষ লক্ষ টাকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা নতুন প্রযুক্তি ও আধুনিক চাষাবাদের কৌশল শিখে সরাসরি মাঠে প্রয়োগ করতে পারবেন। উপজেলার কৃষকরা প্রশিক্ষণের কার্যক্রমে অত্যন্ত উৎসাহী ছিলেন এবং প্রশিক্ষণকে তাদের কৃষি উৎপাদন ও জীবিকা উন্নয়নের জন্য সহায়ক হিসেবে অভিহিত করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে আশা করা হচ্ছে, স্থানীয় কৃষকরা উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও দক্ষ হয়ে উঠবেন।
