March 29, 2024, 3:46 pm

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • Last update: Thursday, June 1, 2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাহ আমানত হলের সামনের খাবারের দোকানে বগি ভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটিনাইনের দুই সদস্যের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ ঘটে।

বুধবার ৩১ মে রাত ১০ টায় শাহ আমানত হল ও শাকহজালাল হলের সামনে এই ঘটনা ঘটে। এ সময় সিক্সটিনাইনের কর্মীরা শাহজালাল হল এবং সিএফসি এর কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান করে প্রতিপক্ষের দিকে ইট পাটকেল ছোঁড়ে। পরে রাত সাড়ে ১১ টায় প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সহকারী প্রক্টর মোহাম্মদ নাজেমুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছোটোখাটো কথা কাটাকাটি থেকে বাড়তে বাড়তেই এ ঘটনা ঘটে। ঘটনায় তেমন গুরুতর আহত হয়নি কেউ। আমরা পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কয়েকজন সামান্য ব্যথা পেয়েছে। তাদের মেডিকেলে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটিনাইনের নেতা ইকবাল হোসেন টিপু জানান, ‘শাখা ছাত্রলীগের উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহফুজ আল মামুন ঢাকা হোটেলে খেতে গেলে সিএফসির কিছু কর্মী তার উপর অতর্কিত হামলা করে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় সুশৃঙ্খল রাখতে যারা সংঘাত চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। আমরা প্রশাসনকে এ বিষয়ে সহায়তা করছি।’

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC