চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা: আসলাম চৌধুরীর পদত্যাগের খবর ‘ভুয়া’, ছড়াল বিভ্রান্তি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ মনোনয়ন না পাওয়ায় তাঁর অনুসারীদের মধ্যে সৃষ্ট ক্ষোভ ও হতাশা সোমবার (৩ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ডের রাজনীতিতে নাটকীয় মোড় নেয়।

দলীয় প্রার্থী ঘোষণার পরপরই হতাশ সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রাখে। এই দীর্ঘ অবরোধের ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে, প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত এলাকায় তীব্র যানজটে স্থবিরতা নেমে আসে এবং সাধারণ জনগণের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আসলাম চৌধুরী নিজে নির্দেশ দিলে তাঁর নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে, এই উত্তেজনার মধ্যেই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চাঞ্চল্যকর বিবৃতি ভাইরাল হয়। আসলাম চৌধুরীর স্বাক্ষরযুক্ত প্যাডে দাবি করা হয়, তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন এবং দলের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। এই পদত্যাগের খবরে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়।

তবে এই বিষয়ে জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী পদত্যাগের খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, “আমার নামে যে পদত্যাগপত্র ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি বিএনপিতেই আছি এবং থাকব। দল থেকে পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।” তিনি আরও অভিযোগ করে বলেন, কিছু কুচক্রি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে।

আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহেরও একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন—এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বিএনপির সাথেই আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ।” তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং এমন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সংগঠিত থাকার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *