এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। এতে ১ ডিসেম্বর পদযাত্রা এবং ৩ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার বন্দর রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরু পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর নগরের দেওয়ানহাট, নয়াবাজার ও বন্দর টিলা মোড় থেকে চট্টগ্রাম বন্দর গেট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। একইদিন কর্মচারীরা এক ঘণ্টা কলমবিরতি পালন করবেন।
এ ছাড়া ৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সল্টগোলা মোড়, বড়পোল মোড় এবং আগ্রাবাদ যমুনা ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। ওইদিন বন্দর কর্মচারীরা তিন ঘণ্টা কলমবিরতিও পালন করবেন।
বন্দর রক্ষা পরিষদ জানায়, তাদের আন্দোলন সর্বদাই শান্তিপূর্ণ থাকবে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই এই কৌশলগত স্থাপনাকে কোনো বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
