চট্টগ্রাম নগরীর সদরঘাটের শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রোববার (৯ নভেম্বর) ভোররাতের মধ্যে নগরীর সদরঘাট কালী মন্দিরে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা মন্দিরের সেবায়েতদের।

মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য জানান, প্রায় ১৫০ বছরের পুরোনো এই কালী মন্দিরে এ ধরনের চুরির ঘটনা এই প্রথম।

তিনি বলেন, “চোরের দল কালীর মাথায় থাকা প্রায় চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের চেইনে লকেট, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট এবং দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে।”

সানা ভট্টাচার্য্য আরও জানান, “মন্দিরটি নগরীর অন্যতম ঐতিহ্যবাহী উপাসনালয়। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে প্রণামী প্রদান করেন। সে হিসেবে দান বাক্সে ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে।”

তিনি ধারণা দেন, “চোরেরা সম্ভবত মন্দিরের পেছনের টিনের চাল বেয়ে উপরে উঠে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করেছে। মন্দিরের মূল ফটকের তালা অক্ষত অবস্থায় রয়েছে।”

৯ নভেম্বর রোববার সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান সেবায়েত পরিবার। মন্দিরের পেছনে সেবায়েত পরিবারের বসবাস। মূল মন্দিরের দেয়ালে কাঠের ফ্রেমে লাগানো কাঁচের ভেন্টিলেটর দিয়েই চোর প্রবেশ করেছে বলে তাদের ধারণা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। “সেখানে কোনো সিসি ক্যামেরা স্থাপন করা নেই। মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিত অভিযোগ দিচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *