এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে সুপরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, চট্টগ্রাম জেলার প্রশাসনিক দক্ষতা, সুশাসন এবং জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। এজন্য তিনি সকল শ্রেণী–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। জেলার উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান নবাগত ডিসি।
এর আগে জাহিদুল ইসলাম রাজবাড়ী ও নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুরে মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা এবং যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি লাভ করেন।
২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দিয়ে তিনি লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার ও নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে—এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে ইউএনও থাকাকালে তিনি জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদি উর রহিম জাদিদ, পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. শরীফ উদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর পান্না আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
