চট্টগ্রামে ঘুমের ওষুধ খাইয়ে পিতাকে হত্যা, পুত্র গ্রেফতার

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে পিতাকে হত্যা করার অভিযোগে পুত্র মোহাম্মদ আনোয়ার (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার আদালতে হাজির করলে তিনি পিতার হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর সূত্রে জানা গেছে, খুনের শিকার মীর মজিবুর রহমান খানের কন্যা আদালতে হাজির হয়ে তার দুই সৎ ভাই, ফুফু ও দুই চাচার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ৭ জুন সকালে তার পিতাকে অপহরণ করা হয়। আদালত বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এর পর, মামলাটি ফৌজদারী দরখাস্ত হিসেবে কোতোয়ালী থানায় এফআইআর হিসেবে রেকর্ড করা হয় এবং তদন্তের দায়িত্ব পিবিআই চট্টগ্রাম মেট্রোকে দেওয়া হয়। পুলিশ সুপার (পিবিআই) এসআই (নিঃ) মো. নাজমুল আলম তদন্তের দায়িত্ব গ্রহণ করেন।

তদন্তে উঠে আসে যে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আনোয়ার পিতাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি সহযোদ্ধাদের সহায়তায় এক নারীকে ব্যবহার করে পিতাকে ফুসলিয়ে বাসায় নিয়ে আসেন। এরপর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন।

আসামী আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে, হত্যার পর তিনি লাশ গুম করার চেষ্টা করেছিলেন।

পিবিআই জানিয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *