চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মহেশখালীর এলএনজি এফএসআরইউয়ের কারিগরি ত্রুটির কারণে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বন্ধ রয়েছ গ্যাস সরবরাহ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তাতে বলা হয়, মহেশখালীর এলএনজি এফএসআরইউয়ের কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।
আরও বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন। ছুটির দিনে রান্নার গ্যাস না থাকায় অনেকেই খাবার কিনতে ভিড় জমান হোটেলে।