April 25, 2024, 3:15 am

চট্টগ্রামে ক্রিকেটারদের ভাস্কর্যঃ কারো নেই হাত, কারো নেই মাথা

  • Last update: Monday, October 11, 2021

অযত্ম অবহেলায় বিবর্ণ চট্টগ্রামে দেশসেরা ১১ ক্রিকেটারের ভাস্কর্য। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে সবকটিই ভেঙেচুরে একাকার। ১০ বছর আগে বিশ্বকাপ ক্রিকেটের সময় সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপিত এসব ভাস্কর্য এখন উল্টো দৃষ্টিকটু। কদিন পর আরেক বিশ্বকাপ, এখন অন্তত ভাস্কর্যটি সংস্কারের দাবি ক্রিকেটপ্রেমীদের।

২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিমতলা মোড়ে স্থাপিত হয়েছিল ১১ ক্রিকেটারের ভাস্কর্যটি। এরই মধ্যে একজনের ভাস্কর্য উধাও। বাকি ১০ জনের কারও ভাঙা হাত, কারও বা ভাঙা ব্যাট, এমনকি পাও। প্রতিটি ভাস্কর্যই ক্ষতবিক্ষত। লাল-সবুজের জার্সি ধুলোবালিতে বিবর্ণ, নাম ফলকে নেই পরিচিতিটুকুও।

পরিচর্যার অভাব আর অযত্ম অবহেলা স্পষ্ট। দেশের জন্য গৌরব ও আনন্দের উপলক্ষ বয়ে আনা ক্রিকেটারদের ভাস্কর্যের এমন হতশ্রী দশায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। সৌন্দর্যবর্ধনের পরিবর্তে এসব ভাস্কর্য এখন উল্টো দৃষ্টিকটু। যা মানহানিকর বলছেন সাবেক তারকা ক্রিকেটাররা। তবে রক্ষণাবেক্ষণের ব্যর্থতার জন্য প্রযুক্তিগত সক্ষমতার অভাবকে দুষছেন সিটি মেয়র।

১৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আরেক আসর। তার আগে কি ক্রিকেটারদের এই ভাস্কর্য সংস্কার করা হবে?

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC