চট্টগ্রামে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপু এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা আশিফুল হক (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আগ্রাবাদে মোস্তফা কামাল টিপুর অফিসে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হককে মারধর করে সাধারণ শিক্ষার্থীরা পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

অন্যদিকে, আশিফুল হক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী এবং চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আইন অনুষদ ভবনের দ্বিতীয় তলা থেকে সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

পুলিশের তথ্যমতে, আশিফুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। এ সময় কিছু শিক্ষার্থী তাকে চিনে ফেলে আটক করে এবং মারধর শুরু করে। ঘটনাস্থলে শিক্ষার্থীরা ছাত্রলীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *