এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে ফাহিম মুনতাসির(১৭) নামে এক কিশোর কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছে জানা গেছে। ফাহিমের কোথাও খোঁজ না পেয়ে ফাহিমের বাবা ছলিম উল্লাহ (৬২) সিএমপি’র হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেছেন (জিডি নং- ১৩৯৮/২৪-১১-২৫)।
ফাহিমের পরিবার সূত্রে জানানো হয়, আজ সোমবার (২৪ নভেম্বর) ফাহিম মুনতাসির যথানিয়মে সকালে উদ্ভাস কোচিং সেন্টার হালিশহর শাখায় ক্লাশ করতে যায়, কোচিং শেষে দুপুর ১২ টায় বাসায় ফেরার নিয়ম থাকলেও সে ক্লাস শেষ করে আর বাসায় ফেরেনি। তার এক বন্ধুর দেওয়া তথ্য অনুযায়ী, তারা দুপুর ১২টার দিকে বি ব্লক মোড়ে টেম্পু থেকে নেমেছিল এবং তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাহিম মুনতাসির চট্টগ্রাম কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছে। ছেলেটির বাবা ছলিম উল্লাহ মুনতাসিরের কোন খোঁজ পেলে তার ব্যক্তিগত নাম্বারে ( ০১৬৪৬-২৩০০৩৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
