চট্টগ্রামের কোতয়ালীতে ৩ কোটি টাকার ইয়াবা সহ প্রাইভেট কার আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যায় একটি প্রাইভেটকারের চালক। পরে পরিত্যক্ত ওই গাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো গ–৩৭–১৮৪৯ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করে। পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ির চালকসহ ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

পরে গাড়িটি তল্লাশি করে হলুদ কস্টেপে মোড়ানো ১০টি বড় প্যাকেটে এক লাখ ইয়াবা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার করে মোট এক লাখ পিস ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ইত্তেফাককে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল। কিছুক্ষণ পর সন্দেহজনক প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ি থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।’

পুলিশ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে কোতোয়ালী থানায় উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটি অন্যতম বড় চালান।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *