এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় কাস্টমস কর্মকর্তাদের বহনকারী একটি প্রাইভেট কারে সন্ত্রাসীদের চাপাতি হামলার ঘটনা ঘটেছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ হামলার সময় দুর্বৃত্তরা গাড়ির জানালার কাঁচ ভাঙচুরও করে। তখন প্রাইভেট কারটিতে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা (আরও) মো. আসাদুজ্জামান খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন। আসাদুজ্জামান খান এ প্রতিবেদককে জানান, “আমরা দুইজন সকালে অফিসগামী ছিলাম। পথিমধ্যে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে গাড়ি থামায় এবং কোনো কারণ ছাড়াই চাপাতি দিয়ে জানালার কাঁচ ভাঙচুর করে। তারা ‘গুলি কর, গুলি কর’ বলে হুমকি দিচ্ছিল। আমরা দ্রুত গাড়ি থেকে নেমে অলিগলি দিয়ে পালিয়ে প্রাণরক্ষা করি।” তিনি আরও বলেন, “আমরা এআইআর শাখায় কাজ করি এবং বিভিন্ন মামলার কাজ করি। হয়তো যারা অনৈতিক সুবিধা নিতে পারেনি, তারাই এ হামলা করে থাকতে পারে। কয়েকদিন আগে আমাকে মোবাইলে হুমকিও দেওয়া হয়েছিল—এ ঘটনায় বন্দর থানায় একটি জিডি করেছি।” ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, “ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গাড়িটি থামিয়ে যাত্রী পাশের জানালায় লাথি মেরে গ্লাস ভেঙে ফেলেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। তারা বন্দর থানায় আগে জিডিও করেছিল।” তিনি বলেন, “ভুক্তভোগীরা এখনও লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রামের আগ্রাবাদে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে চাপাতি হামলা
Facebook Comments Box
