গৌরনদীতে ভবন নির্মাণে চাঁদা দাবি: ছাত্রদলের ২ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ভবনের কাজে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে মারধরের অভিযোগে পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০–১৫ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। শুক্রবার রাতে টরকীরচর এলাকার ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার গৌরনদী থানায় এ মামলা দায়ের করেন।

মামলার পর রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন—পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫) ও ছাত্রদল কর্মী শওকত হাওলাদার (৩৮)।

এজাহারে বলা হয়েছে, স্বামী ঢাকায় থাকায় ছালমা আক্তারই নির্মাণাধীন ভবনের কাজ দেখভাল করছিলেন। গত ২১ নভেম্বর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও ‘মিষ্টি খাওয়ার’ কথা বলে তারা ১০ হাজার টাকা নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার বেলা ১১টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। ছালমা আক্তারকে মারধর করে দেড় ভরি স্বর্ণালঙ্কার ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে তার বোন শাহিনা বেগম এবং প্রতিবেশী ফাতেমা আক্তারও মারধর ও শ্লীলতাহানির শিকার হন। তাদের কাছ থেকেও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

হামলাকারীরা হুমকি দেয়—দাবিকৃত চাঁদা না দিলে ভবনের কাজ বন্ধ করে দেওয়া হবে।

তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে বালুর মাঠ এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আদালতে নেওয়ার পথে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন দাবি করেন,
“চাঁদা দাবির অভিযোগ মিথ্যা। আমাকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। সেই ঘটনাকে আড়াল করতেই উল্টো আমার নামে মামলা দেওয়া হয়েছে।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *