গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সাধারণ সভা

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ই জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি সেন্টারে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট আইনজীবী কাওসার হোসেন কুরেশি।

ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি রায়হান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত সেশনের কাজের রিপোর্ট পেশ করেন ট্রাস্টের সাবেক সেক্রেটারি মুহিবুল হক ও ট্রেজারার মু. আব্দুল আলী। ট্রাস্টের নতুন কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব রাজু মোহাম্মদ শিবলী, সহকারী কমিশনার ছিলেন গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মালিক ও বদরুজ্জামান বাবুল। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগন্জ উপজেলা সোসাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, বিয়ানিবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সেক্রেটারি মোহাম্মাদ নুরুজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মুনিম প্রমুখ।

২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি নেতৃবৃন্দরা হলেন- সভাপতিঃ কাউসার হোসেন কোরেশী, সাধারণ সম্পাদকঃ রায়হান উদ্দিন, কোষাধ্যক্ষঃ মু. আব্দুল আলী, সহ সাধারণ সম্পাদক- মুজিবুর রহমান, আমিনুল ইসলাম মাহমুদ, নাজমুল ইসলাম বুলবুল, সহ কোষাধ্যক্ষঃ খায়রুল আমিন। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ শিগ্রিই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবুল, আকতার হোসেন কাওসার, আখলাকুল আম্বিয়া, আব্দুল হান্নান নাছির, জাকিয়ান আহমেদ, আব্দুল মালিক, আব্দুল আলীম মিলাদ, আব্দুশ শুকুর, আব্দুল হক, সেবুল আহমেদ, আবু সায়েম মঞ্জুর, খালেদ আহমেদ, জামাল উদ্দিন, জিল্লুল আল হক, এনামুর রশীদ, হুমায়ুন কবির, আবু বক্কর, ইকবাল হোসেন, কাওসার আহমেদ, সাঈদ আহমদ, আলমগীর আহমেদ, জাকারিয়া ইসলাম, সুয়াইবুর রহমান, রাজু আহমেদ, ইসলাম উদ্দিন, আবদুর রহমান, মামুনুর রশীদ, আব্দুস সালাম, নাজিম আহমেদ, মহসিন উদ্দিন, আব্দুল মুকিত, মাসুদ আহমেদ, জাহেদ আহমেদ, মস্তাক আহমেদ রায়হান, সরওয়ারদি হাসান, আদনান মিয়া, রেজওয়ান হোসাইন, আলমগীর আলম, আব্দুল হান্নান, লাহিন আহমেদ প্রমূখ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *