গোলাপগঞ্জ প্রবাসী কল্যান ফাউন্ডেশনের আয়োজনে বাক প্রতিবন্ধিদের নিয়ে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সিলেটের গোলাপগঞ্জ সানরাইজ পার্টি সেন্টারে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও অর্থ সমন্বয়ক মো শাহ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, প্রধান আলোচক ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন, বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর ফজলুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী, প্রবাস থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ফাউন্ডেশনের সমন্বয়ক, সৈয়দ নাদির আহমদ।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওঃ আব্দুল জলিল, ফাউন্ডেশনের সমন্বয়ক নজরুল ইসলাম, দেউলগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ, গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যান সমিতি’র সহ- সভাপতি জাবেদ আহমদ, ফাউন্ডেশনের সমন্বয়ক আরব আমিরাত প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ আল শাহীন, পাবেল আহমদ।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মাইক্রবাস সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসাইন, ফাহিম আহমদ, অলিউর রহমান তামিম, সামিল হোসাইন, তামিম আহমদ, বাজার বণিক সমিতির সদস্য মাহবুবুর রহমান, ব্যবসায়ী আব্দুল আহাদসহ অনেকে।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠনের ব্যতিক্রমী এমন আয়োজনের প্রশংসা করে বলেন, ‘প্রবাসী সব সময়ই দেশের মানুষ নিয়ে চিন্তা করেন। তারা দেশের যেকোনো দুর্যোগে সবার আগে এগিয়ে আসেন। গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আজ বাক প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রত্যাশা করবো এই সংগঠন গোলাপগঞ্জের উন্নয়ন ও মানবিক কাজে পাশে থাকবে।’