গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনে ফিলিস্তিনপন্থীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল করেছেন। শনিবার (১৩ই জানুয়ারি) এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ যোগ দেন।
“এখনই যুদ্ধবিরতি” লেখা প্ল্যাকার্ড বহন করে সেন্ট্রাল লন্ডনের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৃটিশ পার্লামেন্ট অভিমুখে যান তারা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আজকের মিছিলটি বিশ্বব্যাপী একযোগে ৩০টি দেশের কর্ম দিবসের অংশ।
মিছিলে ‘আপত্তিকর’ প্ল্যাকার্ড বহন করার কারণে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ । মেট পুলিশ বিক্ষোভের আগে ‘আপত্তিকর’ প্ল্যাকার্ড প্রদর্শন না করার জন্য আগেই আয়োজকদের সতর্ক করেছিল এবং তাদের গ্রেপ্তার করার পূর্বাভাসও দিয়েছিলো। গ্রেপ্তারকৃতদের প্ল্যাকার্ডে লেখা ছিলো deliberately push the limits” বা “ইচ্ছাকৃতভাবে সীমা ঠেলে” । লন্ডনের বাণিজ্যিক কেন্দ্র থেকে ওয়েস্টমিনস্টার পর্যন্ত পদযাত্রা পরিচালনার জন্য ১,৭০০ এরও বেশি পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেন।