খাগড়াছড়ি জেলা শহরের হাসপাতাল সড়কে ট্রাক্টরের ধাক্কায় নুরুল কাদের চৌধুরী নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হলেও মানিকছড়ি এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, ট্রাক্টরের চাকায় বুকের বা পাঁজরের হাড় ভেঙে যায় নুরুল কাদের চৌধুরীর। এছাড়া পিঠ, গালেসহ শরীরের কয়েকটি স্থানে জখম হয় তার। পথে তার মৃত্যু হওয়ায় খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানান স্বজনরা।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু মহলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।