ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে সংবিধানে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। বিএনপি সরকার গঠন করলে আমরা তা পুনর্বহাল করব।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি বলেছেন— আমি শেষ নবী ও রাসুল; আমার পরে কোনো নবী আসবে না।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আয়োজনে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *