কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা পরবর্তী সময়ে ১ হাজার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো: আবদুল মুইদ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ। ২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১২শ’ কৃষককে মাসকালই বীজ ও সার প্রদান করা হয়।

Drop your comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *