কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে। এর মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসকের সরকারি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে “২৫ হাজার টাকা পাঠাবেন” বলে জানানো হয়। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এসএমএসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি-পেমেন্ট সিস্টেমে অর্থ পাঠানোর জন্য জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। তিনি কুষ্টিয়া ছেড়েছেন। এর পর থেকে জেলা প্রশাসকের সরকারি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে “২৫ হাজার টাকা পাঠাবেন” বলে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের অফিসিয়াল মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর (+8801715468646) ক্লোন করা হয়েছে। দাপ্তরিক নম্বরটি থেকে বিভ্রান্তিকর ফোনকল বা মেসেজের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
